ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি ধ্বংসের চক্রান্ত সফল হবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
বিএনপি ধ্বংসের চক্রান্ত সফল হবে না

ঢাকা: বিএনপিকে ধ্বংসের চক্রান্ত কোনো ক্রমেই সফল হবে না বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান।
 
রোববার (৮ নভেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।


 
নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও নোয়াখালী সদর উপজেলা যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিনসহ স্থানীয় চার নেতা-কর্মীর গ্রেপ্তারের প্রতিবাদে তিনি এ বিবৃতি দেন।
 
মো: শাহজাহান বলেন, বিএনপি নেতা-কর্মীদেরকে গ্রেফতার ও নির্যাতনের মাধ্যমে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে ধ্বংস করার চক্রান্ত কোনক্রমেই ফলপ্রসূ হবে না।
 
গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে দিয়ে দেশে এক ব্যক্তির শাসন কায়েমের অংশ হিসেবে নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও নোয়াখালী সদর উপজেলা যুবদল সভাপতি মো. জসিম উদ্দিন সহ চার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
এজেড/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।