ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বাগেরহাটে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ গ্রেফতার ৩৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
বাগেরহাটে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ গ্রেফতার ৩৫

বাগেরহাট: বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার ৯ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।



বাগেরহাট জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত সদস্য সুরঞ্জন অধিকারী বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের ১১ জন, বিএনপির ৭ জন ও শিবিরের এক কর্মী রয়েছেন। অন্যরা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হায়াতুল ইসলাম খান বাংলানিউজকে জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।