ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
ঝিনাইদহে জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মী আটক ছবি : প্রতীকী

ঝিনাইদহ: নাশকতার আশঙ্কায় ঝিনাইদহের পৃথক  এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৩ নেতকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) রাত থেকে রোববার সকাল পর্যন্ত  শহরের মোল্লাপাড়া, কামারকুন্ডু ও শিকারপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন, ঝিনাইদহ শহরের হামদহ মোল্লাপাড়ার আব্দুল আজিজের ছেলে নাজমুত শাহাদত (৩৫), ছোট কামারকুন্ডু গ্রামের দিন আলী জোয়ার্দ্দারের ছেলে হারুন অর রশিদ (৩৩) ও শিকারপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে হাসান উদ্দীন নাসির (৩৮)।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটকদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।