ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাটে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
জয়পুরহাটে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মী গ্রেফতার ছবি : প্রতীকী

জয়পুরহাট: জয়পুরহাটে নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাত থেকে রোববার ভোর পর্যন্ত জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলার বিভিন্ন থানার পুলিশ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।



এদের মধ্যে জয়পুরহাট সদর থানায় গ্রেফতারকৃতদের নাম জানা গেছে। এরা হলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান (৫২), মোহাম্মদাবাদ ইউনিয়ন জামায়াতের আমির লোকমান হাকীম, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী (৪৫), হালট্রি গ্রামের জহুরুল ইসলাম (৪০), হাতিগাড়া গ্রামের আবদুর রাজ্জাক (৫০), মোস্তাফিজুর রহমান (২০), তুলাটের আবদুল আহাদ (২০), পন্ডিতপুরের জামায়াত কর্মী রমজান আলী (৫০), ফারুক আজম (৪৫) ও জগদিশপুরের জামায়াত কর্মী তায়েছ উদ্দীন।  

জয়পুরহাটের পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম জানান, ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে জামায়াত ও বিএনপি নেতাকর্মীরা ট্রেন ও বিভিন্ন যানবাহনে নাশকতা চালায়। এসব নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।