ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ছাত্রদলের দু’দিনের বিক্ষোভ কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
ছাত্রদলের দু’দিনের বিক্ষোভ কর্মসূচি

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
 
কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১০ নভেম্বর) সারাদেশে জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এবং বুধবার (১১ নভেম্বর) দেশের সকল থানা, পৌর ও কলেজগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।



রোববার (০৮ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে ছাত্রদলের সবাইকে ঘোষিত কর্মসূচি পালনের আহবান জানান তারা।

বিবৃতিতে ছাত্রদল নেতারা অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করার দাবিও জানান।

তারা বলেন, জাতীয়তাবাদী আদর্শের ভবিষ্যত কাণ্ডারি তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের চলমান ‘ষড়যন্ত্র’ রুখে দিয়ে দেশ্রপ্রেমিক জনগণের কাছে ‘ষড়যন্ত্রকারীরা’ অবশ্যই পরাজিত হবেন।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।