ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ফের সংলাপ চাইল বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
ফের সংলাপ চাইল বিএনপি

ঢাকা: আবারও সংলাপের তাগিদ দিয়েছে বিএনপি।

রোববার (০৮ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এ সংলাপের দাবি জানান।



তিনি বলেন, ‘দেশকে রক্ষা করতে চাই, জনগণকে বাঁচাতে চাই। এখানে কে ক্ষমতায় আছেন এবং কে ক্ষমতায় আসবেন সেটা ম‍ুখ্য বিষয় নয়। দেশকে রক্ষা করতে হলে অবশ্যই সর্বদলীয় বৈঠক করতে হবে। জাতীয় ঐক্যের সূচনা করতে হবে। সংলাপও হতে হবে। এখানে সংলাপ নিয়ে গোয়ার্তুমির কোনো সুযোগ নেই। ’

‘সংলাপের আয়োজন না করে যদি বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা অব্যাহত থাকে তবে তা গণতন্ত্রের জন্য মহাবিপদ ডেকে আনবে,’ বলেন তিনি।  

সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ড নিয়ে আইএস-এর সম্পৃক্ততা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে বিএনপির মুখপাত্র বলেন, ‘তার (প্রধানমন্ত্রী) এমন বক্তব্য সমগ্র জাতিকে উৎকন্ঠিত করেছে। কারণ জাতি এরইমধ্যে উপলব্ধি করেছেন যে, এর পরিণাম দেশের জন্য কতটা বিপর্যয় বয়ে আনতে পারে। এজন্য বিএনপি সবাইকে নিয়ে এ আসন্ন হুমকি মোকাবেলা করতে চায়। ’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘আসুন প্রতিহিংসা পরায়ন বক্তব্য পরিহার করে দেশকে নিরাপদ করতে, গণতন্ত্রকে নিরাপদ রাখতে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে বিনির্মাণ করতে আমরা একমত হই। এই ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশকে ভবিষ্যতের বিনির্মাণে সচেষ্ট হই। ’

‘সংলাপের দাবি বিএনপির দুর্বলতা নয়’ উল্লেখ করে তিনি বলেন, ‘জাতির স্বার্থে সংলাপের আহ্বান বিএনপির কোনো দুর্বলতা নয়। সরকারের সৌভাগ্য যে বিরোধী পক্ষের উপর নির্যাতনের স্টিম রোলার চালানোর পরও একটি ভোটারবিহীন সরকারের সঙ্গে সংলাপে বসার প্রস্তাব দিচ্ছি। ’

বিএনপির সংলাপের দাবি নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের করার বক্তব্যেরও সমালোচনা করেন বিএনপির এই নেতা।

সংবাদ সম্মেলনে বিএনপির সহ দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, আবদুল লতিফ জনি ও সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫, আপডেট: ১৭১২ ঘণ্টা
এমআইকে/এমএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।