ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীর পুঠিয়ায় বিএনপি-জামায়াতের ২ নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
রাজশাহীর পুঠিয়ায় বিএনপি-জামায়াতের ২ নেতা আটক

রাজশাহী: নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজশাহী পুঠিয়া শিবির নেতা মাইনুল ইসলাম (২৫) ও কৃষকদল নেতা মোস্তাকিনকে (৩৩) আটক করেছে পুলিশ।

রোববার (০৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বানেশ্বর বাজার থেকে তাদের আটক করা হয়।



আটক মাইনুল উপজেলার খুঁটিপাড়া এলাকার আইনাল হকের ছেলে এবং মোস্তাকিন জাইগিরপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে।

রাজশাহীর পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাফিজুর রহমান হাফিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানা পুলিশ রোববার সন্ধ্যায় উপজেলার বানেশ্বর বাজারে পৃথক অভিযান চালায়।

এ সময় নাশকতার পরিকল্পনা করার অভিযোগে ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পূর্ব শাখার সহ-প্রচার সম্পাদক মাইনুল ইসলামকে আটক করা হয়।
 
একই সময় পুলিশের অপর একটি দল একই অভিযোগে উপজেলা কৃষক দলের সহপ্রচার সম্পাদক মোস্তাকিনকে আটক করে।

আটকদের বর্তমানে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোমবার (০৯ নভেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।