ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

তালায় মহিলা আ’লীগের আহ্বায়ক কমিটি গঠন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
তালায় মহিলা আ’লীগের আহ্বায়ক কমিটি গঠন

তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলা মাগুরা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মহিলা নেত্রী তপতি মুখার্জীকে আহ্বায়ক ও অঞ্জুলি দত্তকে যুগ্ম-আহ্বায়ক করে ২৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।



রোববার (৮ নভেম্বর) বিকেলে মাগুরা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে সভা অনুষ্ঠিত হয়। এ সভায় শত শত মহিলা নেত্রীর উপস্থিতে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

তালা উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক হোসনেয়ারা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা মহিলা লীগের যুগ্ম-আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান জেবুনেচ্ছা খানম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সূর্যকান্ত পাল, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা,  মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গণেশ দেবনাথ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ও মহিলা নেত্রী তপতি মুখার্জী প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।