ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ আটক ৪৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
বরিশালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ আটক ৪৯

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মী ৪৯ জনকে আটক করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।



বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি, ডিবি) আবু সাঈদ জানান, বরিশাল মেট্রোপলিটনের চার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির নয়, শিবিরের এক ও জামায়াতের ছয় নেতাকর্মীকে আটক করা হয়। এছাড়া এসময় নিয়মিত মামলায় ২৫, জিআর মামলায় চার ও সিআর মামলায় আরো চারজনকে আটক করা হয়।

এসময় ১২১ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ বোতল ফেনসিডিল ও আড়াইশ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক রাজনৈতিক নেতাকর্মীরা হলেন-বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির বজলুর রহমান বাচ্চু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম, রোকন মো. রোকন উদ্দিন, সুরা সদস্য মো. মাসুম ফরাজী, কড়াপুর ইউনিয়ন জামায়াত নেতা আব্দুর রউফ, মহানগর শিবিরের সাহিত্য বিষয়ক সম্পাদক মো. আবু জাফর শাহীন, ২৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সাবেক সভাপতি মো. আরিফুর রহমান আলামিন, জামায়াত সদস্য মো. সাব্বির কাজী, বরিশাল মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, এক নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, এক নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. হাবিব, চরবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শাওন, বিএনপি কর্মী মো. সোহেল হাওলাদার, নুরুল আমিন কয়েস, তানভীর ইসলাম রানা ও মো. মারুফ। নাশকতার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।