ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

যুবদলের প্রতিবাদ সমাবেশ বুধবার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
যুবদলের প্রতিবাদ সমাবেশ বুধবার

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সমাবেশ করবে যুবদল কেন্দ্রীয় কমিটি।

বুধবার (১১ নভেম্বর) বেলা ২টায় জাতীয় প্রেসক্লাবে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।



সোমবার (০৯ নভেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এছাড়া প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর শাখার সর্বস্তরের নেতা-কর্মীদেরকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন যুবদল সভাপতি অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।