ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

জামায়াত-শিবিরের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধের দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
জামায়াত-শিবিরের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধের দাবি

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন জামায়াত-শিবিরের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার দাবি জানিয়েছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতারা।

রোববার (০৮ নভেম্বর) বিকেল ৪টায় সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তারা এ দাবি জানান।



এতে সভাপতিত্ব করেন সংগঠনটির মহানগর শাখার আহ্বায়ক অধ্যাপক আরেফিন চৌধুরী।

সোমবার (০৯ নভেম্বর) সকালে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সভাপতি অজয় রায় বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ ও স্বাধীনতার মূলচেতনাবিরোধীরা যেমন করে ৭৫ সালে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করেছে, তেমনি আজকের দিনেও মেধাবী, প্রতিভাবান, দেশপ্রেমিক, সৃজনশীল লেখক ও কবি-সাহিত্যিকদের উপর আক্রমণ চালানো হচ্ছে।

সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. নুর মোহাম্মদ তালুকদার, প্রেসিডিয়াম সদস্য আব্দুল মুনায়েম নেহেরু, সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল অয়াহেদ ও সৈয়দ জাহিদুল ইসলাম মিলন, কেন্দ্রীয় কমিটি নেতা এম শফিউর রহমান খান বাচ্চু, কানিজ সুলতানা, ঢাকা মহানগর নেতা মো. সুমন মিয়া, মোহাম্মদ মাসুম আহমেদ, সভা পরিচালনা করেন অধ্যাপক শফিকুল ইসলাম লাবলু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঙ্কজ ভট্টাচর্য, ডা. অসিত বরণ রায়, লতিফুল বারি হামিম, মো.কামরানুর রশীদ তুহিন, সাইদুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
ওএইচ/এসএস
 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।