ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জ বিএনপি-জামায়াতের সাত কর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
সিরাজগঞ্জ বিএনপি-জামায়াতের সাত কর্মী গ্রেফতার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সরকারি কাজে বাধা দেওয়া এবং নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি জেলা ছাত্রদলের আহ্বায়কসহ বিএনপি-জামায়াতের সাত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া ও বেলকুচি উপজেলায় অভিযান চালানো হয়।



গ্রেফতার আসামিরা হলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তৈয়ব আলী, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ইনসাব আলী, বিএনপি কর্মী শাহজাহান আলী, যুবদলকর্মী হজরত আলী ও জামায়াতকর্মী হবিবুর রহমান।

সংশ্লিষ্ট থানা পুলিশ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।