ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে গ্রেফতারকৃত ৯৬ আসামি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
নোয়াখালীতে গ্রেফতারকৃত ৯৬ আসামি কারাগারে ছবি: প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীতে বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত ৯৬ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদের মধ্যে বিএনপি ও জামায়াত-শিবিরের ৩০ নেতাকর্মী রয়েছে।



সোমবার (০৯ নভেম্বর) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ যৌথভাবে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপি ও জামায়াত-শিবিরের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন সময় হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির ঘটনায় দায়ের করা মামলা রয়েছে। বাকি ৬৬ জন অন্যান্য মামলার আসামি।

গ্রেফতারকৃত সবাইকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।