ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

এলডিপির ৪ নেতা কারাগারে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
এলডিপির ৪ নেতা কারাগারে

চান্দিনা (কুমিল্লা): নাশকতার মামলায় হাজিরা দিতে গেলে কারাগারে পাঠানো হয়েছে এলডিপির চার নেতাকে।

সোমবার (০৯ নভেম্বর) দুপুরে কুমিল্লার ১নং অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



তারা হলেন, গণতান্ত্রিক যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যাপক আবু তাহের চেয়ারম্যান, কুমিল্লার চান্দিনা পৌর সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, প্রভাষক তপন চন্দ্র দেবনাথ ও গণতান্ত্রিক ছাত্রদল চান্দিনা পৌর শাখার আহ্বায়ক তারেকুল ইসলাম বাবু।

চলতি বছরের জানুয়ারিতে চান্দিনা উপজেলায় পৃথক দুই বাসে অগ্নিসংযোগের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।