ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নূর হোসেনের স্বপ্ন সফল হয়নি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
নূর হোসেনের স্বপ্ন সফল হয়নি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শহীদ নূর হোসেনের স্বপ্ন এখনও পুরোপুরি সফল হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
 
শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে সোমবার (৯ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

 
 
দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত বিবৃতিতে খালেদা জিয়া বলেন, যে স্বপ্ন চোখে নিয়ে নুর হোসেন জীবন উৎসর্গ করে ছিলেন, তার সে স্বপ্ন আজও পুরোপুরি সফল হয়নি।
 
গণতন্ত্র আবার শৃঙ্খলিত হয়েছে অভিযোগ করে তিনি বলেন, দেশ থেকে গণতন্ত্রকে চিরতরে নির্বাসনে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এক তরফা নির্বাচনের মাধ্যমে একদলীয় সরকার ব্যবস্থা কায়েমের গোপন চক্রান্ত এখন স্পষ্ট হয়ে উঠেছে।
 
‘গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শহীদ নুর হোসেন আমাদের প্রেরণা। তার দৃষ্টান্ত অনুসরণ করে একটি মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পেতে আমাদের সচেষ্ট হতে হবে,’ বলেন খালেদা জিয়া।  
 
নূর হোসেকে যুবলীগের ‘কর্মী’ উল্লেখ করে তিনি বলেন, দুর্ভাগ্য আমাদের, সেদিনের পতিত স্বৈরাচার বর্তমান বিনা ভোটের সরকারের সহযোগী। এতে কী নুর হোসেনের আত্মা শান্তি পায়? নিজ দলের কর্মীর রক্তের সঙ্গে এটা কী প্রতারণা নয়?
 
স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে ১৯৮৭ সালের ১০ নভেম্বর বুকে পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ লিখে রাজপথে নামেন নূর হোসেন।

কিন্তু ওইদিন পুলিশের গুলিতে নিহত হন তিনি। তার রক্তের ধারা বেয়েই নব্বইয়ের গণঅভ্যুত্থানে স্বৈরশাসনের পতন ঘটে।
 
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
এজেড/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।