ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নুরুল করিমসহ গ্রেফতার নেতা-কর্মীদের মুক্তি দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

সোমবার (০৯ নভেম্বর) বিকেলে শহরের বড় মসজিদ প্রাঙ্গণ থেকে এ কর্মসূচি শুরু হয়।

এরপর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে নতুন বাজার মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সমাবেশে বক্তব্য দেন- ইসলামী আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মুক্তি গোলাম মাওলা ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাওলানা মোশারফ হুসাইন জেহাদী, ছাত্র নেতা আবু রাসেল হুসাইনী, রফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।