ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সুচি’র নেতৃত্বাধীন জোটকে খালেদার অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
সুচি’র নেতৃত্বাধীন জোটকে খালেদার অভিনন্দন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: মায়ানমারের সাধারণ নির্বাচনে নোবেল জয়ী অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) জয় লাভে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান।


 
দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত ওই বিবৃতিতে খালেদা জিয়া বলেন, মায়ানমারের জনগণ সুদীর্ঘ সময় ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করে এসেছেন। আজকের এই বিজয় সেই আন্দোলনের ফসল। আমরা মনে করি এই বিজয়ের মধ্য দিয়ে মায়ানমারে গণতন্ত্রের নবধারা সূচিত হবে।
 
‘জনগণের রায়কে মায়ানমারের ক্ষমতাসীনরা মেনে নিয়েছেন এবং সম্মান জানিয়েছেন জেনে আমি বেশ খুশি হয়েছি,’ বলেন বিএনপির চেয়ারপারসন।
 
তিনি বলেন, বাংলাদেশেও আমাদের দল ও অন্যান্য বিরোধী দল দীর্ঘদিন ধরে গণতন্ত্র ‘প‍ুনঃপ্রতিষ্ঠা’র জন্য একটি অবাধ নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে।

‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশে এখন যে গণতন্ত্রহীন পরিস্থিতি বিরাজ করছে এবং এর ফলশ্রুতিতে দেশে যে সংকট সৃষ্টি হয়েছে-তা নিরসনে নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন জরুরি হয়ে পড়েছে। ’
 
আশা প্রকাশ করে খালেদা জিয়া বলেন, মানুষের ভোটাধিকার হরণ করে এখন যে সরকার ক্ষমতায় রয়েছে-তারা জনগণের রায় দেওয়ার জন্য একটি মুক্ত নির্বাচন আয়োজনে উদ্যোগী হবে।
 
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এজেড/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।