ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
পৌর নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সামনে পৌরসভা নির্বাচন, তাই সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোমবার (০৯ নভেম্বর) বিকেলে ভোলা পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্যে তিনি এ কথা বলেন।



তোফায়েল বলেন, আওয়ামী লীগ শক্তিশালী দূর্গে পরিণত হয়েছে। আওয়ামী লীগ দুঃখী মানুষের কল্যাণে কাজ করে। তাই দেশের মানুষ আওয়ামী লীগকেই ক্ষমতায় দেখতে চায়।

এরআগে দুপুর থেকে ব্যাপক শো-ডাউনের মাধ্যমে শহরের বাংলাস্কুল মাঠে পৌর আওয়ামী লীগের সম্মেলনে ৯টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা আসতে থাকেন।

বিকেলে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন ভোলা জেলা পরিষদরে প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু। সম্মেলনে বিভিন্ন ওয়ার্ডের বিএনপির ২০ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীড়ের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আবিদুল আলিম প্রমুখ।

সম্মেলন শেষে নাজিবুল্লাহ নজুকে সভাপতি, শাহ আলী নেওয়াজ পলাশকে সাধারণ সম্পাদক, মো. সাখাওয়াতকে এবং রবিশ্বর হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করে পৌর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।