ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ভিন্ন সাজে বগুড়া

বেলাল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ভিন্ন সাজে বগুড়া ছবি: আরিফ জাহান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: আগামী ১২ নভেম্বর বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বগুড়াকে সাজিয়ে তোলা হয়েছে ভিন্ন সাজে।

রংবেরংয়ের ডিজিটাল ব্যানার ও ফেস্টুনে গোটা শহর ও আশেপাশের এলাকা মুড়িয়ে দেওয়া হয়েছে। শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে শুরু করে জেলার শেষ সীমানা শেরপুর উপজেলার সীমাবাড়ী পর্যন্ত ঢাকা-বগুড়া মহাসড়েক নির্মাণ করা হয়েছে হাজারো তোরণ।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে শহরের বিভিন্ন এলাকা ও ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়া সদর, শাজাহানপুর এবং শেরপুর উপজেলা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, সাতমাথাসহ পুরো শহর জুড়ে জেলা আওয়ামী লীগ ও এর সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে রংবেরংয়ের ডিজিটাল ব্যানার ও ফেস্টুন লাগিয়েছেন।

শহরের সড়কগুলোর পাশে অবস্থিত বিভিন্ন বাসাবাড়ি, সরকারি-আধা সরকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, ছোট-বড় ভবনে বিলবোর্ড লাগানো হয়েছে। এছাড়া সড়ক ডিভাইডারের মাঝ বরাবর খুঁটি পুঁতে ডিজিটাল ব্যানার লাগানো হয়েছে।  

এসব ব্যানার-ফেস্টুন-তোরণ-বিলবোর্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের ছবি রয়েছে। এসবের মাধ্যমে জনসভা সফল করার আহ্বানসহ বগুড়াবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি-দাওয়া জানানো হয়েছে।

এর মধ্যে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা, একটি আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মাণ, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নির্মাণ, পূর্ণাঙ্গ বিমান বন্দর চালু, বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেললাইন নির্মাণ, প্রেসক্লাব ভবন নির্মাণ, শিল্প পার্ক স্থাপন, একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ, একটি করে বালক ও বালিকা বিদ্যালয় সরকারিকরণ অন্যতম।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে শহরের সাতমাথা হয়ে শাজাহানপুর ও শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার জুড়ে তোরণ নির্মাণ করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে প্রচার-প্রচারণার অংশ হিসেবে এসব করা হয়েছে। জনসভা আয়োজনের প্রস্তুতিও প্রায় শেষ দিকে। এ জনসভায় স্মরণকালের জনসমাগম ঘটবে বলে আশা করি।

পাশাপাশি প্রধানমন্ত্রী বগুড়াবাসীর প্রাণের দাবিগুলো সুবিবেচনা করবেন বলেও মনে করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
এমবিএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।