ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সুশীল সমাজ মানুষের মঙ্গলে কিছু করে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
সুশীল সমাজ মানুষের মঙ্গলে কিছু করে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, খালেদা জিয়ার সঙ্গে  আলোচনার জন্য বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উঠেপড়ে লেগেছেন। তারা কিসের বুদ্ধিজীবী, কিসের সুশীল সমাজের প্রতিনিধি।



তিনি বলেন, তারা কু-বুদ্ধি দেয়। তারা নিজেরা নিজেদের বুদ্ধিজীবী ও সুশীল সমাজ বানিয়েছেন। নিজের বাড়ির সামনে ভিক্ষুক পর্যন্ত যেতে দেন না। তারা সুন্দর নাপিত, জনগণকে কামিয়ে নিজেরা লাভবান হন। তারা মানুষের মঙ্গলের জন্য কিছু করেন না।
সোমবার (০৯ নভেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মওদুদ আহমদ জঙ্গি দমনে সরকারকে সহযোগিতা করতে চান। তার বক্তব্য প্রমাণ করে বিএনপি জঙ্গিদের লালন-পালন করে থাকে।
 
খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, গুপ্ত হত্যা করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবেন না। নিরীহ মানুষ হত্যা, ২১ আগস্ট গ্রেনেড হামলা ও এতিমের টাকা মেরে খাওয়া মামলায় চার্জশিট হচ্ছে। তাই বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবেন না।

সেলিম আরো বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন মুক্তিযোদ্ধার বেশে পাকিস্তানের এজেন্ট। মুক্তিযোদ্ধা হলে তিনি বঙ্গবন্ধু খুনি ও যুদ্ধাপরাধীদের পুরস্কৃত করতেন না। শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানাতেন না।

সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাসিম এমপি, বিএম মোজাম্মেল হক এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওসার, উম্মে রাজিয়া কাজল এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আব্দুর রহমান এমপি, এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন, জেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সোলায়মান বিশ্বাস বক্তব্য রাখেন।

সম্মেলন সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম।

সম্মেলনে আব্দুল হালিমকে সভাপতি ও আবুল বাশার খায়েরকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।