ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সেনবাগে বিএনপির ৪ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
সেনবাগে বিএনপির ৪ নেতা গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে সেনবাগ থানা পুলিশ তাদের গ্রেফতার করে।



এ চারজন হলেন- উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রুবেল, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হক সোহাগ, একই ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও বিজবাগ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হরতাল ও অবরোধসহ বিভিন্ন সময়ে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৫১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।