ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মী আটক

ডিক্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
ঝিনাইদহে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মী আটক

ঝিনাইদহ: নাশকতার আশঙ্কায় ঝিনাইদহের চার উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের নয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।



এর মধ্যে হরিণাকুন্ডু থানায় পাঁচ, শৈলকুপায় থানায় দুই, কোটচাঁদপুর থানায় এক ও মহেশপুর থানায় একজনকে আটক করা হয়।

আটক নেতাকর্মীরা হলেন- হরিণাকুন্ডু থানার গাড়াবাড়ীয়া গ্রামের আব্দুল কুদ্দুস (৫০), একই গ্রামের জাহাঙ্গীর হোসেন (৩৫), সিরাজুল ইসলাম (৪৫), ইজাল উদ্দীন (৪৮), সোহাগপুর গ্রামের রিয়াজ উদ্দীন (৫৫), শৈলকুপার গোপালপুর গ্রামের আফজাল হোসেন (২৫), সিদ্ধি গ্রামের নিজাম উদ্দীন (৬০), কোটচাঁদপুর থানার ফুলবাড়ী গ্রামের ইসরাইল হোসেন ও মহেশপুর থানার জমিদার পাড়ার আব্দুল জব্বার (৩২)।
 
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহর আলী শেখ বাংলানিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক সবাইকে দুপুরে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।