ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ বিএনপি নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
মানিকগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ বিএনপি নেতা আটক ছবি: প্রতীকী

মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম হোসেন সাদিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।



সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে ঘিওর উপজেলার দক্ষিণ তরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।  
 
আটক আসলাম দক্ষিণ তরা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।  
 
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসলামকে আটক করা হয়। এ সময় তার স্বীকারোক্তি অনুযায়ী নিজ ব্যবহৃত প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে একটি রিভলবার উদ্ধার করা হয়।  
 
আটক বিএনপি নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে ঘিওর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।