ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

গ্রেফতার নেতাদের মুক্তি চেয়েছে ছাত্রদল

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
গ্রেফতার নেতাদের মুক্তি চেয়েছে ছাত্রদল

ঢাকা: দেশের বিভিন্ন জেলায় গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছে ছাত্রদল।

মঙ্গলবার (১০ নভেম্বর) সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ দাবি জানান।



ছাত্রদল জানায়, ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক, কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সিরাজগঞ্জ সরকারি কলেজের সাধারণ সম্পাদক এবং দাউদকান্দি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে গ্রেফতার করা হয়েছে।

‘মিথ্যা’ মামলায় নেতাকর্মীদের গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেছেন ছাত্রদল নেতারা।

বিবৃতিতে তারা বলেন, অবিলম্বে গ্রেফতার নেতাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।

‘হামলা মামলা ও গ্রেফতার করে ছাত্রদলকে দমন করা যাবে না‘ উল্লেখ করে ছাত্রদল নেতারা বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে, ভবিষ্যতেও হবে। ’

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ১০,২০১৫
ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।