ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

চান্দিনায় ২ কাউন্সিলরসহ বিএনপির ১২ নেতাকর্মী কারাগারে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
চান্দিনায় ২ কাউন্সিলরসহ বিএনপির ১২ নেতাকর্মী কারাগারে

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা পৌরসভার দুই কাউন্সিলরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নাশকতার মামলায় কুমিল্লার ২নং অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



তারা হলেন, বিএনপি নেতা ও পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর সহিদুজ্জামান সরকার, ৪নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি কাইয়ূম খান, পৌর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ, বিএনপি নেতা সফিকুল ইসলাম, যুবদল নেতা আবু তাহের টিটু, জাহাঙ্গীর আলম, সহিদুল ইসলাম ভূঁইয়া, পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, স্বেচ্ছাসেবকদলের নেতা হারুনুর রশিদ ও দেলোয়ার হোসেন।

চলতি বছরের জানুয়ারিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।