ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাবি ছাত্র ফেডারেশনের সম্মেলন বৃহস্পতিবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
ঢাবি ছাত্র ফেডারেশনের সম্মেলন বৃহস্পতিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়: নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের দুই দিনব্যাপী সম্মেলন আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) শুরু হচ্ছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনটির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

 

লিখিত বক্তব্যে ঢাবি শাখার সাধারণ সম্পাদক সা.হা.ম. সাদিক রেজা বলেন, ১২ তারিখে বেলা ১২টায় অপরাজেয় বাংলায় মিছিল সমাবেশ অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রীয় সভাপতি সৈকত মল্লিক । প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান স্বমন্বয়ক জোনায়েদ সাকি। শুভেচ্ছা বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সভাপতি মনোয়ার হোসেন মাসুদ। ১৩ নভেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান ও কমিটি পরিচিতি অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন  ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সভাপতি মনোয়ার হোসেন মাসুদ, সহ-সভাপতি মোর্শেদ আলম পায়েল, সহ-সাধারণ সম্পাদক হাবিবা জান্নাত ও সাংগঠনিক সম্পাদক উম্মে হাবিবা বেনজির, সমাজ কল্যান সম্পাদক তাহসিন মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।