ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় শহীদ নূর হোসেন দিবসের আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
বগুড়ায় শহীদ নূর হোসেন দিবসের আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে জেলা আওয়ামী যুবলীগ।
 
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় শহরের সাতমাথা সংলগ্ন টেম্প রোডের দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।


 
সভায় সভাপতির বক্তব্যে জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু বলেন, শহীদ নূর হোসেনের আত্মত্যাগের বিনিময়ে তৎকালীন স্বৈরশাসনের পতন ঘটেছে। দেশে ভোট ও ভাতের অধিকার নিশ্চিত হয়েছে।
 
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র আজ সুসংহত। সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। তবে একটি মহল দেশের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। তারা দেশ ও জাতির কল্যাণ চায় না। এদের বিরুদ্ধে দেশপ্রেমিক যুবসমাজকে রাজপথে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
 
সভায় আরও বক্তব্য রাখেন- উদয় কুমার বর্মন, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, নাছিরুজ্জামান টিটো, সাজেদুর রহমান সিজু, মাইসুল তোফায়েল কোয়েল, আনন্দ কুমার দাস, মোশারফ হোসেন বুলবুল, জিয়াদুশ শরীফ পরাগ, বকুল কুমার দাস, আতিকুল হক, এম আর ইসলাম রফিক, সোহানুর রহমান সোহান, আহমেদুর রহমান ডালিম, রবিউল ইসলাম মনির, জগলুল পাশা, আবু সাঈদ লেলিন, ওবায়দুল্লাহ সরকার স্বপন, শেখ ফার আল অরছি প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এমবিএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।