ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সাভারে জামায়‍াত-শিবিরের পাঁচ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
সাভারে জামায়‍াত-শিবিরের পাঁচ নেতাকর্মী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৮ রাউন্ড গুলি, দশটি হাতবোমা ও একটি বিদেশি পিস্তলসহ জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে সাভার পৌর এলাকার নামা গেন্ডা মহল্লার মিন্টু উকিলের বাড়ির সাততলা থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন- ভোলার নিজাম উদ্দিন ও ইমাম হোসেন, মানিকগঞ্জের মুতাসিম বিল্লা, ঢাকার নূরে আলম ও নাটোরের হাবিবুর রহমান।

পুলিশ সূত্রে বাংলানিউজকে জানায়, জামায়‍াত শিবিরের নেতাকর্মীরা সাভারে নাশকতা করতে পারে এমন সংবাদের ভিত্তিতে মিন্টু উকিলের বাড়ির সাততলায় অভিযান চালায় পুলিশ। এসময় ১৮ রাউন্ড গুলি, দশটি হাতবোমা, একটি বিদেশি পিস্তল ও কিছু জিহাদী বইসহ পাঁচ জনকে আটক কর‍া হয়।

আটকদের থানা হেফাজতে রাখা হয়েছে। আটক পাঁচ জনের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

আটককৃতদের মধ্যে ইমাম হোসেন ও হাবিবুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হলের আবাসিক ছাত্র বলে জানিয়েছে পুলিশ।

তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে বুধবার আদালতে পাঠানো হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান।

বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, নভেম্বর ১১,২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।