ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সহসা হচ্ছে না যুবলীগের কংগ্রেস

সালাহ উদ্দিন জসিম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
সহসা হচ্ছে না যুবলীগের কংগ্রেস

ঢাকা: ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রভাবশালী সহযোগী সংগঠন যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বুধবার (১১ নভেম্বর)। প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে বঙ্গবন্ধু প্রতিকৃতি ও প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির কবরে শ্রদ্ধা নিবেদন ছাড়া কোনো কর্মসূচি নেই সংগঠনটির।



সংগঠনটির গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু বাংলানিউজকে জানিয়েছেন, যুবলীগ চেয়ারম্যান প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে অংশ নিতে ইতিমধ্যে মালয়েশিয়া অবস্থান করছেন। সে অনুষ্ঠান শেষে দু’এক দিনের মধ্যে দেশে ফিরবেন তিনি। তার দেশে ফেরার পর প্রধানমন্ত্রীর শিডিউল অনুযায়ী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করা হবে।

এদিকে, সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী তিন বছরের মধ্যে কংগ্রেস (কাউন্সিল) করার কথা। কিন্তু তিন বছর পার হতে চললেও এ নিয়ে কোনো সাড়া শব্দ নেই যুবলীগের নেতা-কর্মীদের মাঝে।
 
প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ছয়বার কংগ্রেস হয়েছে সংগঠনটির। এসব কংগ্রেসের একটিতেও তিন বছরের বাধ্যবাধকতা মানা হয়নি। প্রায় ৯/১০ বছর পর পর কংগ্রেস করা হয়েছে- এ কারণে যুবলীগ নেতাকর্মীরা ধরেই নিচ্ছেন সহসাই হচ্ছে না সপ্তম কংগ্রেস।

নাম না প্রকাশ করার শর্তে যুবলীগের একাধিক নেতা বাংলানিউজকে বলেন, ২০০৩ সালের কংগ্রেসে মনোনীত চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানককে ২০০৯ সালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান ওমর ফারুক চৌধুরী। তার দায়িত্বের তিন বছর পর ২০১২ সালে কংগ্রেস করা হয়।

এ কারণে তারা মনে করছেন, আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে বর্তমান চেয়ারম্যানকে এভাবে কোনো দায়িত্ব দেওয়া হতে পারে। এরপর অন্য কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার পর তার নেতৃত্বে কংগ্রেস করা হবে।

কিন্তু যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এতো কিছু বুঝেন না। তিনি বাংলানিউজকে বলেন, আমি যেকোনো সময় বিদায় নিতে প্রস্তুত। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যখন বলবেন, তখনই কংগ্রেস হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে যুবলীগের কোনো কর্মসূচি না থাকার কারণ জানতে চাইলে সংগঠনটির কেন্দ্রীয় নেতা শেখ ফজলে ফাহিম বাংলানিউজকে বলেন, সুনির্দিষ্ট ১১ নভেম্বর কোনো জাকজমকপূর্ণ কর্মসূচি না থাকলেও প্রতিষ্ঠাবার্ষিকীর বড় অনুষ্ঠান হবে। ওখানে কিছু বিদেশি অতিথিসহ প্রধানমন্ত্রী অতিথি থাকবেন। সেজন্য তার শিডিউল অনুযায়ী পরে তারিখ নির্ধারণ করা হবে।

তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা মাসব্যাপী চিত্র প্রদর্শনী করেছি ঢাকা ও চট্টগ্রামে। পর্যায়ক্রমে এ কর্মসূচি সারাদেশে পালিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম, বঙ্গবন্ধু হত্যা ও তৎপরবর্তী শেখ হাসিনার গণতন্ত্রের সংগ্রাম নিয়ে একটি ডকুমেন্টারি করছেন শেখ ফজলে ফাহিম।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭২ সালের ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ নামের এ সংগঠনের প্রতিষ্ঠা করেন শেখ ফজলুল হক মণি।

১৯৭৪ সালে প্রথম কংগ্রেস হয় সংগঠনটির। এতে শেখ ফজলুল হক মনি চেয়ারম্যান, অ্যাডভোকেট সৈয়দ আহমেদ সাধারণ সম্পাদক মনোনীত হন।

১৯৭৮ সালের দ্বিতীয় কংগ্রেস- চেয়ারম্যান হন, আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক: ফকির আব্দুর রাজ্জাক।

তৃতীয় কংগ্রেস ১৯৮৬- এ মোস্তফা মহসিন মন্টু চেয়ারম্যান ও ফুলু সরকার সাধারণ সম্পাদক। চতুর্থ কংগ্রেস ১৯৯৬- শেখ ফজলুল করিম সেলিম চেয়ারম্যান, কাজী ইকবাল হোসেন সাধারণ সম্পাদক। পঞ্চম কংগ্রেস ২০০৩-এ চেয়ারম্যান হন, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাধারণ সম্পাদক, মির্জা আজম।

মাঝখানে ২৪ জুলাই ২০০৯ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। এরপর ২০১২ সালের কংগ্রেসে মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী চেয়ারম্যান ও মো, হারুনুর রশীদ সাধারণ সম্পাদক মনোনীত হন।

বাংলাদেশ সময়: ০৭৩৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসইউজে/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ