ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিপ্লব ও সংহতি দিবসে অস্ট্রেলিয়া বিএনপি’র আলোচনা সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
বিপ্লব ও সংহতি দিবসে অস্ট্রেলিয়া বিএনপি’র আলোচনা সভা

ঢাকা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অস্ট্রেলিয়া বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বেলমোর কমিউনিটি হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


 
অস্ট্রেলিয়া বিএনপি’র আহ্বায়ক মনিরুল হক জর্জ এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, জাতীয় বিপ্লব ও সংহত দিবস উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক ডা. আবদুল ওহাব, অস্ট্রেলিয়া বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার সোহেল মাহমুদ ইকবাল, বিএনপি নেতা মো. আবুল হাছান, মো. সেলিম রেজা খাঁন মুকুল, আবদুল মালেক মানিক, সেলিম লকিয়ত, আহসানুল হক ইসমাইল, এড. মোবারক হোসেন, আশরাফুল আলম রনি, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর, সজীব আহমেদ, ফেরদৌস অমি, মাসুদুর রহমান, আনিসুর রহমান, জাকির হোসেন লেনিন, মো. হুদা বাবু, মো. আজম, মিতা কাদরী, ডা. জাহিদুল ইসলাম, ফজলুল হক শফিক, হায়দার আলী, পল্টন থানা বিএনপি সভাপতি তানভির আদেল বাবু, লুৎফুল কবীর, অস্ট্রেলিয়া বিএনপি’র অন্যতম সংগঠক রুহুল আমীন সওদাগর ও বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির খান প্রমুখ।
 
সভায় বক্তারা বলেন ৭ নভেম্বর আধিপত্যবাদের পতন হয়েছিল, আর উত্থান হয়েছিল বাংলাদেশি জাতীয়তাবাদের।
 
বর্তমান সরকার জোর করে ক্ষমতায় রয়েছে অভিযোগ করে তারা বলেন, সরকার জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তির উপর প্রতিনিয়ত আক্রমণ করছে। তাদের দুঃশাসনে দেশের জনগণ অসহায় হয়ে পড়েছে। দেশের এই দুঃসময়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন। অথচ সরকার নির্বিকার।
 
বক্তারা আরো বলেন, বিরোধী দল ধ্বংসের প্রকল্প হাতে নিয়েছে সরকার। তারা দেশকে অকার্যকর করতে চায়। সরকারের দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
 
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এজেড/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ