ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ফখরুলের জামিন প্রশ্নে রুলের শুনানি শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
ফখরুলের জামিন প্রশ্নে রুলের শুনানি শুরু মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: রাজধানীর পল্টন থানার নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্থায়ী জামিন প্রশ্নে রুলের শুনানি শুরু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চে রুল শুনানি শুরু করেন ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন।



শুনানিতে উপস্থিত আছেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক ও খন্দকার মাহবুব হোসেন।
 
রাষ্ট্রপক্ষে উপস্থিত আছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ ফকির।

এ রুল নিষ্পত্তির জন্য গত ০২ নভেম্বর দুই সপ্তাহ সময় বেধে দেন আপিল বিভাগ। সে অনুসারে বুধবার সকালে রুল শুনানি শুরু হয়।

আপিল বিভাগ এ তিন মামলায় আত্মসমর্পণের সময় বাড়ানোর আবেদন নাকচ করার পর গত ০৩ নভেম্বর বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন ফখরুল। পরে বিচারিক আদালত জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠান।  

চলতি বছরের জানুয়ারিতে হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে এসব মামলা করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ