ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘পুলিশ বিরোধীদল দমনে ব্যস্ত থাকায় হত্যাকাণ্ড ঘটছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
‘পুলিশ বিরোধীদল দমনে ব্যস্ত থাকায় হত্যাকাণ্ড ঘটছে’ ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ অভিযোগ করেছেন, পুলিশ বাহিনী বিরোধীদল দমনে ব্যস্ত থাকায় দেশে হামলা-হত্যাকাণ্ড ঘটছে। এ কারণে দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।


 
বুধবার (১১ নভেম্বর) দুপুর পৌনে ১টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। ৭ নভেম্বর উপলক্ষে এ সভার আয়োজন করে জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদ।
 
হান্নান শাহ বলেন, মানুষ তখন রক্ষী বাহিনীর আচরণে অতিষ্ট ছিল। এখন দেশের আইন-শৃঙ্খলা বাহিনীকে সরকার রক্ষী বাহিনীতে পরিণত করবে কিনা আমার সন্দেহ আছে। প্রতিদিন হাজারের বেশি বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। নাশকতার মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। পুলিশ বাহিনী বিরোধীদল দমনে ব্যস্ত থাকায় দেশে এসব হামলা-হত্যাকাণ্ড ঘটছে। এ কারণে দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
 
সরকারি দল এখন সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, সরকারের যেসব অঙ্গ সংগঠন আছে, সেগুলোকে সন্ত্রাসীরাই নিয়ন্ত্রণ করছে। তবুও সরকার সন্ত্রাসী খুঁজে পায় না। সরকারের মাঝেই সন্ত্রাসী বাহিনী আছে, খুঁজে দেখুন।
 
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সরকারের সমালোচনা করলেই বলা হয় আমরা রাষ্ট্রবিরোধী কথা বলছি। সবচেয়ে বেশি সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে কোনোদিন হয়তো এই সরকার পুরস্কৃতও হতে পারে।
 
বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করা সরকারের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে দাবি করে হান্নান শাহ বলেন, সন্ত্রাসীদের গ্রেফতার না করে প্রতিদিন বিরোধীদলের প্রায় এক হাজার কর্মী গ্রেফতার করছে সরকার। ৮-১০ জন বিএনপিকর্মী একসঙ্গে থাকলেই নাশকতার পরিকল্পনার অভিযোগ তুলে তাদের গ্রেফতার করা হয়।
 
সরকারের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, এমপি সাহেব শিশুকে গুলি করছেন, এমপির ছেলে গাড়িচাপা দিয়ে মানুষ মারছেন, এক মন্ত্রী সচিবালয়ের ভেতরে তার অধীনস্ত কর্মকর্তার কক্ষে ভাঙচুর করে তালা লাগিয়ে দিচ্ছেন। এগুলো কি সন্ত্রাসী কর্মকাণ্ড নয়?
 
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এম গিয়াসউদ্দিন খোকনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহীম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এমআইকে/এসআর/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ