ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইল শহরে বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল

ডিস্টিক করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
টাঙ্গাইল শহরে বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল

টাঙ্গাইল: জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদকে আটকের প্রতিবাদে টাঙ্গাইল শহরে বৃহস্পতিবার অর্ধদিবস হরতালের ডাক দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সফিকুর রহমান সফিক বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।



তিনি জানান, জেলা ছাত্রদল সভাপতিকে ষড়যন্ত্রমূলভাবে আটকের প্রতিবাদে এবং দ্রুত তার মুক্তির দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সবাইকে এ হরতাল পালনের আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে রাশেদুল আলম রাশেদকে আটক করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ