ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

গণতন্ত্র না থাকলে শিক্ষার অধিকার রক্ষা করা যাবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
গণতন্ত্র না থাকলে শিক্ষার অধিকার রক্ষা করা যাবে না ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে গণতন্ত্র না থাকলে শিক্ষার অধিকার রক্ষা করা যাবে না। তাই শিক্ষার অধিকার রক্ষার আন্দোলনের পাশাপাশি গণতন্ত্র রক্ষার আন্দোলন চালিয়ে যেতে হবে।

আর এ সমন্বিত আন্দোলনে ছাত্র সমাজকেই এগিয়ে আসতে হবে।
 
বুধবার (১১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর কমিটির ত্রয়োদশ সম্মেলনের উদ্বোধনী সমাবেশে এ বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতার পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
জোনায়েদ সাকি বলেন, শিক্ষার প্রাথমিক পর্যায় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, এমনকি সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। ক্রমাগত প্রশ্নপত্র ফাঁস করে দেশে সামাজিক নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। অথচ সরকার, প্রশাসন ছিঁচকে প্রশ্নপত্র ফাঁসকারীকে ধরলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন মূল হোতারা।
 
গণতান্ত্রিক বাম মোর্চার এ নেতা বলেন, বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের নাম করে দাতা গোষ্ঠীর কাছ থেকে কাড়ি কাড়ি টাকা এনে তা লুটপাট করা হচ্ছে। গুম-খুন-চাপাতি সন্ত্রাসে নাগরিক জীবন চরম আতঙ্কে থাকলেও সরকারের তাতে ভ্রক্ষেপ নেই।
 
শিক্ষার অধিকার রক্ষার আন্দোলন রাজনৈতিক আন্দোলন থেকে বিচ্ছিন্ন নয়। তাই সন্ত্রাস-নৈরাজ্য-লুটপাটের রাজনীতিকে প্রতিহত করার পাশাপাশি নতুন গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে হবে। সে আন্দোলনে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান সাকি।
 
শিক্ষাঙ্গনে সন্ত্রাস-দখলদারিত্ব, যৌন নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন এবং শিক্ষা বাণিজ্য বন্ধ ও মানসম্মত শিক্ষার দাবি জানানো হয় সম্মেলন থেকে।
 
ছাত্র ফেডারেশন মহানগর কমিটির সভাপতি মিজার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর কমিটির সাবেক সভাপতি এখতিয়ার উদ্দিন, হারুন-অর রশিদ। সম্মেলনের উদ্বোধন করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সৈকত মল্লিক।  
 
সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‌্যালি করেন ছাত্র সংগঠনটির নেতা-কর্মীরা।

বৃহস্পতি ও শুক্রবার ১২ ও ১৩ নভেম্বর ‘পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই’ স্লোগানে ত্রয়োদশ সম্মেলন করবে ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ১১ নভেম্বর ২০১৫
এমএইচপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ