ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে নানা কর্মসূচিতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
ফরিদপুরে নানা কর্মসূচিতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: নানা কর্মসূচির মধ্যদিয়ে ফরিদপুরে যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) শহরের থানা রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।



পরে ওই কার্যালয়েই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খন্দকার মোহতেশাম হোসেন বাবর।

এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক খন্দকার নাজমুল ইসলাম লেভী, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর যুবলীগের আয়োজনে শহরের থানার মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন-জেলা যুবলীগের আহ্বায়ক খন্দকার নাজমুল ইসলাম লেভী, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক জাহিদ ব্যাপারি, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান। সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

বাংলাদেশে সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ