ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে আহত স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
লক্ষ্মীপুরে আহত স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

লক্ষ্মীপুর: প্রতিপক্ষের হামলায় আহত লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুর হোসেন মিঠু (৪০) মারা গেছেন।

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



মিঠু দিঘুলী ইউনিয়নের রমাপুর গ্রামের আমিন উল্লাহর ছেলে।

স্থানীয়রা জানাণ, পূর্ব শত্রুতার জের ধরে সকালে প্রতিপক্ষরা কুশাখালীর কাঁঠালী গ্রামের একটি চায়ের দোকানে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে নুর হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ প্রসঙ্গে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, মৃত্যুর বিষয়টি জানা গেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ