ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন জেলায় নানা আয়োজন

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন জেলায় নানা আয়োজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বুধবার (১১ নভেম্বর) দেশের বিভিন্ন জেলায় উদযাপিত হয়েছে যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবাষির্কী।

বাংলানিউজের স্টাফ, ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

বরিশাল: দু’ভাগে বিভক্ত হয়ে র‌্যালিসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতীষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন বরিশাল মহানগর যুবলীগের নেতাকর্মীরা।



এ উপলক্ষে বরিশালের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে, ব্যানার ও ফেস্টুনে নেতাকর্মীদের শুভেচ্ছা বার্তা নগর জুড়ে শোভা পাচ্ছে।

এদিকে, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দু’টি পক্ষে বিভক্ত হয়ে  কর্মসূচি পালন করায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।  

সকাল ৬টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যলয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
 
সকাল ৯টায় মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজামের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এর আগে মঙ্গলবার দিনগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় যুবলীগ সদস্য সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ ও মহানগর যুবলীগের একাংশের নেতৃবৃন্দ দলীয় কার্যলয়ের সামনে বঙ্গবন্ধু ও শহীদ শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বুধবার সকাল ১০টায় যুবলীগ নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনের নেতৃত্বে তারা নগরের অশ্বিনী কুমার হল চত্বর থেকে র‌্যালি বের করেন। র‌্যালিটি উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগ সদস্য সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ।

র‌্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এসে শেষ হয়।

অপরদিকে, দুপুর ১২টায় নগরের সোহেল চত্বর থেকে মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজামের নেতৃত্বে আরেকটি র‌্যালি বের হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।

এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম।

ব্রাহ্মণবাড়িয়া: দুপুর সাড়ে ১২টার দিকে জেলা যুবলীগের উদ্যোগে শহরের কুমারশীল মোড় থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণের সরোদ মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র মো. হেলাল উদ্দিন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, মিসেস নায়ার কবীর, যুগ্ম-সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকন প্রমুখ।

চুয়াডাঙ্গা: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনের শুরুতেই শহরের কেদারগঞ্জস্থ জেলা যুবলীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির  প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন যুবলীগ নেতৃবৃন্দ।

দুপুর ১টায় নানা রংয়ের ব্যানার, ফেস্টুন, বাদ্যযন্ত্র ও ফুল ছিটিয়ে শহরে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি চুয়াডাঙ্গা শহরের চাঁদমারী মাঠ থেকে বের হয়ে শহীদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়।

পরে শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগাঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ। এসময় অনেকের মধ্যে কেন্দ্রীয় যুবলীগের শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মিজানুল হক মিজু, ঢাকা মহানগর উত্তরের সভাপতি বিপ্লব হোসেন ও চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগের আরেকটি গ্রুপ শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। এর নেতৃত্ব দেন যুবলীগ নেতা নঈম হাসান জো।

কুমিল্লা: নগরে দু’গ্রুপ পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। সকাল ১০টায় নগরের লাকসাম রোডের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কুমিল্লা জেলা (দক্ষিণ) ও মহানগর যুবলীগের উদ্যোগে কেক কেটে ও আনন্দ র‌্যালি বের করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম রতন, লুৎফুর রহমান, মিজানুর রহমান, কুমিলা সরকারি কলেজের সাবেক ভিপি কামরুল ইসলাম শাহিন, আকবর হোসেন ভূইয়া, জালাল উদ্দিন, সাংবাদিক রুহুল আমিন, মহানগর যুবলীগ নেতা কামাল উদ্দিন চৌধুরী , মহানগর যুবলীগ নেতা কাজী নাহিদুল হক নাহিদ, যুবলীগ নেতা হুমায়ন কবীর, মাকসুদুর রহমান বাবু, জহিরুল ইসলাম ভুলু প্রমুখ।

বিকেলে লাকসাম রোডের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার সমর্থিত মহানগর যুবলীগের নেতাকর্মীরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এসময় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগ নেতা ও কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত এবং মহানগর যুবলীগ নেতা ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ।

এছাড়া মহানগর যুবলীগ নেতা হাবিবুন শাহরিয়ার, জেলা (দক্ষিণ) সমবায় লীগের সাধারণ সম্পাদক জোনায়েদ শিকদার তপু, মহানগর যুবলীগ নেতা বোরহান মাহমুদ কামরুল, জিয়াউল হক মুন্না, মো. মুরাদ, কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ যুবলীগ নেতা বাদল খন্দকার, যুবলীগ নেতা হান্নানুর রহমান বেলাল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, যুবলীগ নেতা রোকন উদ্দিন, নাজমুল হাসান শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।

সকালে দাউদকান্দি উপজেলায় কুমিল্লা উত্তর জেলা যুবলীগের উদ্যোগে র‌্যালি ও কেক কেটে দিবসটি উদযাপন করেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ও কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবু।

দুপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে চৌদ্দগ্রাম উপজেলায় যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। উপজেলা চত্বরে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার।

দিনাজপুর: যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার রাত ৮টায় বাসুনিয়াপট্টিতে অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, সহ-দপ্তর সম্পাদক মাসুদ ইসলাম রাজা, সহ-তথ্য বিষয়ক সম্পাদক ফয়সাল আজিজ চঞ্চল, সদর উপজেলা যুবলীগের সভাপতি এস এম মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, সদস্য মাহফুজ, মানিক, বাবু প্রমুখ।

বদরগঞ্জ (রংপুর): বিকেলে বদরগঞ্জের স্টেশন রোডে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

পরে উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান তবিকুর চৌধুরী পলিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট।

এতে বিশেষ অতিথি ছিলেন বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল হক চৌধুরী টুটুল এবং রংপুর জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদুন্নবী জুয়েল, যুগ্ম-আহ্বায়ক মামুনুর রশিদ মামুন।

আলোচনা সভায় মোবাইল ফোনে বক্তব্য রাখেন রংপুর- দুই আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক।

সভা শেষে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

লক্ষ্মীপুর: বিকেলে নেতাকর্মীরা লক্ষ্মীপুর জেলা সদরের উত্তর তেমুহনী থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে পৌরসভা প্রাঙ্গণে জেলা যুবলীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক সৈয়দ আহম্মদ পাটোয়ারী।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় যুবলীগের ধর্ম বিষয়ক উপ-সম্পাদক সোয়াইব হোসেন ফারুক ও উপ সহ-সম্পাদক মিজানুর রহমান বিল্লাহ।

জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু ও অ্যাডভোকেট রহমত উল্যাহ্ বিপ্লবের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ জামাল রিপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, সদর (পশ্চিম) যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন টিপু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক মাহবুব, সদর (পূর্ব) যুবলীগের আহ্বায়ক মো. হাফিজ উল্যাহ, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিজান পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, পৌর যুবলীগের আহ্বায়ক আল অমিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক রিয়াজুল হাসান টিপু, সৈয়দ এহতেশাম হায়দার বাপ্পী ও সদর আওয়ামী তৃণমূল লীগের আহ্বায়ক ওমর আল ফারুক মানিক প্রমুখ।

আলোচনা সভা শেষে সেখানেই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেহেরপুর: মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে ঐতিহাসিক মুজিবনগর পর্যটন মোটেলে কেক কেটে প্রতিষ্ঠাবর্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আনিছুর রহমান। এসময় জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, আহ্বায়ক কমিটির সদস্য ও গাংনী খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের পরিচালক আশরাফুল ইসলামসহ (আশরাফ ভেন্ডার) যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বুধবার সকাল ৮টায় শহীদ সামসুজ্জোহা পার্কে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে সেখানে আলোচনা সভা ও সন্ধ্যায় কনসার্টের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

নাটোর: যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে নাটোরের কান্দিভিটা এলাকায় দলীয় কার্যালয় থেকে ব্যানার, ফেস্টুন, আতশবাজি, পটকা, বাদ্য বাজনাসহ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এসময় সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন- নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, যুবলীগের ভারপ্রাপ্ত জেলা আহ্বায়ক বাশিরুল ইসলাম খান চৌধুরী এহিয়া, সায়েম হোসেন, আব্দুর রাজ্জাক ডাবলু প্রমুখ।

সমাবেশে সংসদ সদস্য শফিকুল ইসরাম শিমুল বলেন, যানজট নিরসনে ও যাতায়াতের সুবিধার্থে নাটোর শহরের মধ্য দিয়ে যাওয়া সড়কের উভয়পাশে পাঁচ ফুট করে প্রশস্ত করা হবে।

খাগড়াছড়ি: যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। এসময় র‌্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীর টাউন হল চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম শফি, খাগড়াছড়ি জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।
 
পিরোজপুর: সকাল ১১টায় জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলুর সভাপতিত্বে স্থানীয় গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান সরদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন খান প্রমুখ। আলোচনা সভা শেষে শহরে আনন্দ র‌্যালি বের করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ