ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ক্রিকেট দলকে খালেদার অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
ক্রিকেট দলকে খালেদার অভিনন্দন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ে ক্রিকেট দলকে ৬১ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
বুধবার (১১ নভেম্বর) রাতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে জিতে মাশরাফি বাহিনী সফররত জিম্বাবুয়ে ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করে।


 
এর পরই এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।
 
বিবৃতিতে খালেদা জিয়া ক্রিকেটারদের পাশাপাশি বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, কোচিং স্টাফ, ক্রিকেটের পৃষ্ঠপোষকসহ টাইগার সমর্থকদেরও অভিনন্দন জানান।
 
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ