ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
ময়মনসিংহে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ময়মনসিংহ: আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ময়মনসিংহে যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের টাউন হলের ভাষা সৈনিক শামসুল হক মুক্তমঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



জেলা যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা।

বিশেষ অতিথি ছিলন-ময়মনসিংহ পৌরসভার মেয়র ও আওয়ামীলীগ নেতা মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, কোষাধ্যক্ষ ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম.এ.কদ্দুস, যুবলীগ নেতা লিটন, হুমায়ুন কবির হিমেল, শাহীনুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে যুব সমাজকে দেশের প্রাণশক্তি উল্লেখ করে জেলা অ্যাডভোকেট জহিরুল হক খোকা বলেন, একটি বিশেষ গোষ্ঠী তীব্রভাবে যুবলীগ-ছাত্রলীগের সমালোচনা করে। কারণ তারা এ শক্তিকে ভয় পায়। তাই যুবলীগ-ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থেকে ওই গোষ্ঠীকে মোকাবেলা করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু বলেন, দেশের যুবকদের সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতে যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতা বিরোধী অপশক্তির চক্রান্ত প্রতিহত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ