ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘কতদিন সভা-সমিতি করে বেড়াবো?

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
‘কতদিন সভা-সমিতি করে বেড়াবো? মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘কত দিন এভাবে সভা-সমিতি করে বেড়াবো? আমরা অপেক্ষায় আছি, কবে নেত্রী দেশে আসবেন? তিনি আসলে কর্মসূচি দিয়ে আমরা এ সরকারের মরণ ঘণ্টা বাজিয়ে দেবো। ’
 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ এর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভার আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
 
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘দুঃখ হয়, আজকে বাংলাদেশের নন্দিত রাষ্ট্রপতির কবরটি সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। রাজনীতিতে পরশ্রীকাতরতা, হিংসার সবচে কলঙ্কজনক অধ্যায় হবে, তার কবর সরিয়ে দেওয়া। আমরা এই দুরভিসন্ধি বাস্তবায়ন না করতে সরকারকে বিনীত অনুরোধ জানাই।
 
মেজর হাফিজ বলেন, রাজনীতিতে হিংষা-বিদ্বেষের কোনো কিছু নেই। এ ধরণের কোনো কাজ করে জনগণের মনে কালিমা লেপন করবেন না। আমরা যারা বিএনপি‘র নেতা-কর্মী আছি, সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা এর মোকাবেলা করবো।
 
নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, এদেরকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। ৫ জানুয়ারির নির্বাচনে শতকরা চার ভাগ মানুষও ভোট দিতে যায় নাই, তারা বলছে ৪০ ভাগ মানুষ ভোট দিয়েছে। সব নির্বাচনে তারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে।
 
দেশের চলমান অস্থিরতা ও হত্যাকাণ্ডের জন্য পুলিশকে দায়ী করে বিএনপির এ নেতা বলেন, দেশে দুইজন বিদেশি হত্যা হয়েছে। যেখানে সেখানে মানুষ হত্যা হচ্ছে। অনিরাপদ মানুষের জীবন। এর কারণ, বাংলাদেশকে পুলিশি স্টেটে পরিণত করা হয়েছে।
 
তিনি বলেন, এমপিদের আগে কি সম্মান ছিল, অবস্থা ছিল! আজকে এমপিরা সারারাত মদ খেয়ে সকাল বেলা বের হয়ে যাকে তাকে গুলি করে বসে। ঢাকায় এক এমপির ছেলে যানজট নিরসনে গুলি করে মানুষ মেরেছে ! একজন মন্ত্রীর জামাতা ৭ জনকে হত্যা করেছে। এটা জানামতে খবর, আর অজানা কয়জনকে হত্যা করেছে কে জানে!
 
মতপ্রকাশের স্বাধীনতা নেই দাবি করে হাফিজ উদ্দিন বলেন, অনেকগুলো টিভি-চ্যানেল বন্ধ। এগুলোর আলামত দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই।
 
এ সময় তিনি আগামী দিনগুলোতে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, দেশবাসীকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ প্রস্তুতি নেয়ার আহ্বান।
 
মেজর হাফিজ বলেন, অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না। তাহলে কারা এ কাজ করলো, জাতি জানতে চায়।
 
তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্র নেপালে ভারতের টিভি-চ্যানেল বন্ধ। আমাদের দেশে তাদের টিভি চলার কারণে মাতৃভাষার পরিবর্তে হিন্দি শেখে বাচ্চারা। আমরা এটা করতে চাই না। এজন্য জীবন দিয়ে রাষ্ট্রভাষা আনা হয়নি।
 
সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে আলোচনায়  বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ বিএনপি ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এসইউজে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ