ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘এমপি রানাকে গ্রেফতারে বাধা নেই’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
‘এমপি রানাকে গ্রেফতারে বাধা নেই’ এমপি আমানুর রহমান খান রানা

ঢাকা: মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সরকার দলীয় এমপি আমানুর রহমান খান রানা এবং তার ভাই টাঙ্গাইল পৌরসভার মেয়র শহিদুর রহমান মুক্তিকে আত্মসমর্পণের নির্দেশনা দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের নিষ্পত্তি করে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ রায় দেন।



এর ফলে এমপি রানাকে গ্রেফতারে বাধা নেই বলে বাংলানিউজকে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

গত বছরের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

এ মামলায় জামিনের আবেদন জানালে গত ১৪ জুলাই বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ ওই দুইজনকে দুই সপ্তাহের মধ্যে আত্মসর্মপণের নির্দেশ দেন।

এর বিরুদ্ধে আপিলে যান রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার হাইকোর্টের আদেশ বাতিল করে দেন আপিল বিভাগ।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ