ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে যুবদল নেতাকে গলাকেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
ঝিনাইদহে যুবদল নেতাকে গলাকেটে হত্যা

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে মিন্টু মণ্ডল(৪০) নামে ইউনিয়ন যুবদলের এক নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার(১৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে কালীগঞ্জের সুবর্ণাসরা গ্রামে এ ঘটনা ঘটে।



মিন্টু মণ্ডল কালীগঞ্জ উপজেলার সুবর্ণাসরা গ্রামের আতিয়ার রহমান মণ্ডলের ছেলে। তিনি বারোবাজার ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে মিন্টু সুবর্ণাসরা গ্রামের মাঠে তার মাছের ঘেরে খাবার দিচ্ছিলেন। এ সময় মুখোশধারী দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।