ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচন বিএনপির জন্য চ্যালেঞ্জ

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
পৌর নির্বাচন বিএনপির জন্য চ্যালেঞ্জ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: এবারের পৌরসভা নির্বাচন বিএনপির জন্য বিশাল চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে রংপুরের বদরগঞ্জ পৌরসভার শহীদ মিনার চত্বরে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।



মাহবুবুর রহমান বলেন, তারপরও সাধারণ জনগণকে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। কাজেই ধানের শীষের প্রার্থী অধ্যাপক পরিতোষ চক্রবর্তীকে ভোট দিয়ে গণতন্ত্র উদ্ধার করতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রেজওয়ানুল হক, আক্তারুজ্জামান বাবু, সাবেক সংসদ সদস্য বিলকিস বেগম , মোহাম্মদ আলি সরকার, যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল খালেক, ফরহাদ আজাদ,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, রংপুর জেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ সভাপতি অ্যাড. আফতাব উদ্দিন, মহানগর সহ সভাপতি রেবেকা সুলতানা ফেন্সি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শাহান, উপজেলা জামায়াতের সভাপতি শাহ মূহাম্মদ রোস্তম আলি, জেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন-অর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজি খয়রাত হোসেন, বদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক সইরুল হুদা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।