ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘নাম তার মেজভাই’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
‘নাম তার মেজভাই’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমে ১৮ ডিসেম্বর প্রকাশিত ‘নাম তার মেজভাই’- শিরোনামে সংবাদের প্রতিবাদ পাঠিয়েছেন রাজবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরী।

শনিবার (১৯ ডিসেম্বর) বাংলানিউজের অফিসে পাঠানো এক ফ্যাক্স বার্তায় উল্লেখ করা হয়, ১৮ ডিসেম্বর ২০টা ১৬ মিনিটে প্রকাশিত খবরটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।

এই সংবাদটির মধ্যদিয়ে রাজবাড়ী জেলার কৃতি সন্তান ও সাধারণ মানুষের বন্ধু জেলা চেম্বার অব কমার্সের সভাপতি, জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ এবং বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, ৭৫’র ১৫ আগস্টের ধারাবাহিকতায় ১৮ আগস্ট কাজী হেদায়েত হোসেনকে হত্যার মধ্যদিয়ে স্বাধীনতা বিরোধীরা রাজবাড়ীতে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। সেই সময় থেকে অদ্যাবধি কাজী ইরাদত আলী রাজবাড়ীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংঠনকে শক্তিশালী ও সাংগঠনিকভাবে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে চলেছেন।

এছাড়াও রাজবাড়ীর ধর্মীয়, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাজী ইরাদত আলীর একক ভূমিকা অনস্বীকার্য। রাজবাড়ীর সুবিধা বঞ্চিত মানুষের বন্ধু কাজী ইরাদত আলী পৌরসভা ও পৌরবাসীর উন্নয়নের কথা চিন্তা করে এবার মেয়র প্রার্থী হয়েছিলেন। কিন্তু জননেত্রী শেখ হাসিনা যেহেতু আমাকে (মহম্মদ আলী চৌধুরী) মনোনয়ন দিয়েছেন, তাই জননেত্রীর এ সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে ৪ ডিসেম্বর  থেকে কাজী ইরাদত আলী নৌকা প্রতীক তথা আমাকে এই পৌর নির্বাচনের জয়যুক্ত করার লক্ষ্যে নিরলসভাবে নির্বাচনী কাজে কাজ করে চলেছেন।

অতএত বাংলানিউজের এই ভিত্তিহীন সংবাদটি বন্ধ করার পাশাপাশি এ প্রতিবাদটি প্রচারের জন্য অনুরোধ জানান।

বাংলানিউজে প্রকাশিত খবরটি দেখতে ক্লিক করুন এখানে: ‘নাম তার মেজভাই’

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।