ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ভোলাহাট উপজেলা জামায়াতের আমির গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
ভোলাহাট উপজেলা জামায়াতের আমির গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ: নাশকতার মামলায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা জামায়াতের আমির কবির গোলাপকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
 
শনিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দলদলী ইউনিয়নের ঘাইবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।


 
জামায়াত নেতা কবির গোলাপ ঘাইবাড়ী গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ তিনটি নাশকতার মামলা রয়েছে।
 
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিকেলে গোলাপ নিজ বাড়ি ঘাইবাড়ী গ্রাম থেকে পাশের একটি বাজারে যাচ্ছিলেন। খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়।  
 
তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।  
 
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।