ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচন

বিএনপির হাতকে শক্তিশালী করার আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
বিএনপির হাতকে শক্তিশালী করার আহ্বান গয়েশ্বর চন্দ্র রায় / ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ পৌরসভা নির্বচানে মেয়র প্রার্থী মোশারফ হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির হাতকে শক্তিশালী করার আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
 
শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জে মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগে দিয়ে ভোটারদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।



গয়েশ্বর বলেন, বর্তমান সরকার বিএনপির নেতাকর্মীদের নির্যাতন ও বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। তাদের এসব কর্মকাণ্ডের জন্য বিশ্ববাসীর কাছে তাদের জনপ্রিয়তার ধ্বস নেমেছে।

এর আগে গয়েশ্বর রায় শনিবার বিকেলে নারায়ণগঞ্জ পৌর এলাকার নেতাকর্মীদের নিয়ে পৌরসভার বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন এবং ধানের শীষে ভোট চান।

তিনি বলেন, দেশকে স্বৈরাচার মুক্ত করুন। বিএনপির হাতকে শক্তিশালী করতে সোনারগাঁও পৌর নির্বাচনে দলের মনোনীত প্রার্থী মোশারফ হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করার বিকল্প নেই।

গণসংযোগে গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে ছিলেন- জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটি এম কামাল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ন কবির রফিক, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ মিঠু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক চয়নসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।