ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পেশাজীবী নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
পেশাজীবী নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

ঢাকা: বিএনপি সমর্থক পেশাজীবী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শনিবার রাত পৌনে দশটায় গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকে বসেন তিনি।



বৈঠকে বিএনপিপন্থী চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী ও ব্যবসায়ী সংগঠনের নেতারা যোগ দিয়েছেন।
 
দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিএনপির করণীয়, পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থীদের জিতিয়ে আনতে পেশাজীবীদের ভূমিকা, সীমিত পরিসরে জাতীয় কাউন্সিল, দল পুনর্গঠন ও চলতি শুষ্ক মৌসুমে আন্দোলন কর্মসূচির ব্যাপারে পেশাজীবীদের মতামত গ্রহণের জন্যই এ বৈঠক বলে জানিয়েছে বিএনপির একটি সূত্র।
 
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও পেশাজীবী নেতা রুহুল আমীন গাজী, জাহাঙ্গীর আলম প্রধান, আব্দুল হাই শিকদার, আ ন হ আক্তার হোসেন, সদরুল আমিন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম এবং নার্সেস এসোসিয়েশন বাংলাদেশের সভানেত্রী জাহানারা বেগম উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এজেড/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।