ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচন

অভিযোগ ‘মনিটরিং সেলে’ দেওয়ার নির্দেশনা বিএনপির

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
অভিযোগ ‘মনিটরিং সেলে’ দেওয়ার নির্দেশনা বিএনপির

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনের যাবতীয় অভিযোগ, অনিয়ম ও সকল তথ্য দলের মনিটরিং সেলের ফোন-ফ্যাক্স নম্বর ও ইমেইল ঠিকানায় জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে বিএনপি।

সম্প্রতি গঠন করা ‘পৌর নির্বাচন-২০১৫ মনিটরিং সেল’টির ফোন নম্বর ০২-৯৮৮৩১৯৯১, ফ্যাক্স নম্বর ০২-৯৮৮৩৪৫২ এবং ইমেইল ঠিকানা [email protected]



রোববার (২০ ডিসেম্বর) বিএনপির যুগ্ম-মহাসচিব ও মনিটরিং সেলের সদস্য সচিব মো. শাহজাহানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের জেলা ও পৌর নেতা এবং মেয়র প্রার্থীদের নির্বাচন সংক্রান্ত যাবতীয় অভিযোগ, অনিয়ম ও সকল তথ্য এসব নম্বর বা ইমেইলের মাধ্যমে দলের চেয়ারপারসনের কার্যালয়ে পাঠাতে অনুরোধ করা হচ্ছে।

সম্প্রতি দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বায়ক ও যুগ্ম-মহাসচিব মো. শাহজাহানকে সদস্য সচিবের দায়িত্ব দিয়ে এ সেল গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।