ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

এ যুগের ঘসেটি খালেদা জিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এ যুগের ঘসেটি খালেদা জিয়া ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের নেতা ছিলেন ঘসেটি বেগম আর বর্তমান সময়ের ষড়যন্ত্রকারীদের নেতা হলেন এ যুগের ঘসেটি খালেদা জিয়া।

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার উপলক্ষে ঢাকা আইনজীবী সমিতির ৪র্থ তলায় আওয়ামী আইনজীবী পরিষদ ঢাকা বার শাখা আয়োজিত মতবিনিময় সভায় নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান এ কথা বলেন।



সভায় সভাপতিত্ব করেন আওয়ামী আইনজীবী পরিষদ ঢাকা বার শাখার সভাপতি শেখ হেমায়েত হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, মহানগর পিপি আব্দুল্লাহ আবু, মুন্সি ফখরুল ইসলাম, অ্যাডভোকেট সাইদুর রহমান মানিকসহ ঢাকা বারের অন্যান্য আইনজীবীগণ।

অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী আইনজীবী পরিষদ ঢাকা বার শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আমিন উদ্দিন মানিক।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান খান বলেন, যারা ২০১৫ সালের ৫ জানুয়ারির পর মানুষ হত্যা করেছে, পুড়িয়ে মেরেছে, গাড়ি ভাংচুর করেছে, তারা পাপ করেছে। পাপ নাকি বাপকেও ছাড়ে না তেমনি হাসিনাও কাউকে ছাড়বেন না। আর তাই শেখ হাসিনাকে শক্তির যোগান দিতে হবে আমাদের।

তিনি আরও বলেন, ২০১৫ সালের যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে খালেদা জিয়া তাদের অনুদান দিচ্ছেন। তিনি তো সন্ত্রাসীদের নেতা। আবার জঙ্গিদের মদদ দেওয়ার কারণে তিনি জঙ্গিদেরও নেতা। যুদ্ধাপরাধের মামলায় মতিউর রহমান নিজামীর যদি ফাঁসি হয়েই যায় তবে জামায়াতে ইসলামীর অঘোষিত নেতা হবেন বেগম খালেদা জিয়া।   নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের নেতা ছিলেন ঘসেটি বেগম আর বঙ্গবন্ধুর হত্যাকারী, ৭১ এর হত্যাকারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হত্যাকারীদের নেতা হলেন খালেদা জিয়া। এ যুগের ঘসেটি বেগম হলেন বেগম খালেদা জিয়া।

১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর গণবিচার সম্পর্কে তিনি বলেন, শহীদ জননী জাহানারা ইমাম গণ-আদালতে গোলাম আযমের বিচার করেছিলেন। ২০ বছর পর হলেও গোলাম আযমের বিচার হয়েছে। ২৬ মার্চ গণবিচারের মাধ্যমে ১৯৫ পাকিস্তানি যুদ্ধাপরাধী কি করেছে তা জনগণের সামনে তুলে ধরতে চাই।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এমআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।