ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

রাজনীতি

ফেনীতে ছাত্রদলের র‌্যালি পণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
ফেনীতে ছাত্রদলের র‌্যালি পণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বের করা ফেনী জেলা ছাত্রদলের র‌্যালি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। কিছুক্ষণ পর পুলিশের বাধায় পণ্ড হয়ে যায় র‌্যালি।



এ সময় হুড়োহুড়ি করতে গিয়ে জেলা ছাত্রদলের সভাপতি নইমুল্লাহ চৌধুরী বরাত, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক করিমুল হক সুমন, শহর ছাত্রদল নেতা কাজী রাজিবসহ ৫ জন আহত হন।

জেলা ছাত্রদলের সভাপতি নইমুল্লাহ চৌধুরী বাংলানিউজকে বলেন, তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

তবে ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) আমর চন্দ্র জানান, প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্রদল মিছিল বের করেছে। পুলিশ তাদের ওপর হামলা করেনি। বরং পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালাতে গিয়ে আহত হতে পারে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।